নিজস্ব প্রতিবেদকঃঃ
‘নাটক আপনার জীবন হোক, জীবন যেন নাটক না হয়’ প্রতিপাদ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে নবীন বৈজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে বাংলা মঞ্চে নাটক, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক এনামুল হক এর নির্দেশনায় নাদানের বিয়ে নাটকে অভিনয় করেন এনামুল হক, পিয়াস, তন্ময় সেন, ফাহিম, সুজন, মুহিত, রেজওয়ান, লাবণ্য ও নিশাত ঊর্মি। অনুষ্ঠানটি পরিচালনা করেন থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমান।
এ নাটকে এলাকার প্রভাবশালী মাতব্বর নিজের অপ্রকৃতস্থ ছেলের সাথে দারিদ্র্য পরিবারের নাবালিকা মেয়েকে জোরপূর্বক বিয়ে দিতে বাধ্যকরে। এখানে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা ও গ্রামের মাতব্বরদের স্বেচ্ছাচারী অমানবিক ঘটনার চিত্র তুলে ধরা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে