প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / ইবিতে বঙ্গবন্ধু লাইব্রেরির উদ্বোধন

ইবিতে বঙ্গবন্ধু লাইব্রেরির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে এ লাইব্রেরির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী। পরে উদ্বোধনী আলোচনা সভায় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। হলের আবাসিক শিক্ষিকা প্রভাষক মাহবুবা সিদ্দিকা এর সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মোহাম্মাদ নাছির উদ্দীন, নাসিম আহমেদ, শ্যাম সুন্দর সরকার।

দীর্ঘদিন লাইব্রেরি বন্ধ থাকার পর ২১৮ টি বইয়ের সংযোজন করে লাইব্রেরিটি উদ্বোধন করা হয়। এসময় উপাচার্য তার লেখা দুইটি বই লাইব্রেরিতে উপহার দেন।

এছাড়াও প্রধ্যক্ষ ড. রেবা মন্ডলকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট গঠিত বঙ্গবন্ধু কাউন্সিলিং সেলের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু লাইব্রেরি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করলো। এখানে অসংখ্য গ্রন্থ থাকবে। উপন্যাস, সাহিত্য, কবিতায় তোমরা জাতির পিতাকে বারবার আবিষ্কার করবে, নতুন মাত্রিকতায় আবিষ্কার করবে। তোমরা বিস্ময় হবে, কল্পিত হবে এমন বড় মাপের মানুষের দেশে তোমারও জন্ম।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …