প্রচ্ছদ / শিক্ষাঙ্গন / ইবিতে গাইবান্ধা জেলা কল্যাণের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

ইবিতে গাইবান্ধা জেলা কল্যাণের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়স্থ (ইবি) গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে প্রথমবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।

সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক নাশিদ রিমু এর পরিচালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আগামী এক বছরের জন্য নতুন তিন সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

এতে সভাপতি পদে রয়েছেন মার্কেটিং বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের নূরে ছাগির, সহ সভাপতি পদে রয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আল কাওছার, সাধারণ সম্পাদক পদে রয়েছেন আইন বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের তৌফিক আহমেদ।

এছাড়াও এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, প্রীতিভোজ ও র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয়।

এছাড়াও চেক করুন

যুব রেডক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা

মোশারফ হোসেন রায়হানঃ সেচ্ছাসেবী সংগঠন যুব রেডক্রিসেন্ট কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি গঠন …