সিএন নিউজ২৪.কম ।
কঠিন জীবন
—- আল্ আমিন শাহেদ
প্রকাশঃ ১৩/০২/২০২০
কঠিন কি ছিল জীবন?
নাকি ছিল ছিল সহজ?
সেই কথাই মনের মাঝে
ওকি দিল এখন।
অভ্যাসটাই হয়নি আমার
সহজ করে দেখার
কঠিন নয়ত কিছু
সহজ ভাবেই দেখার।
একদিন বুঝব আমি
যখন যাবে বেলা
বুঝেও হবে না কাজ
বন্ধ হবে খেলা।
জীবন আর বাস্তবতা
মিলেয়ে যদি চলি
কি করে হবো বিফল
নাহি তাহাই বুঝি।
সহজ কঠিন মিলে মিশে
চলার নামই জীবন
অভ্যাস মোরা করবো সদায়
সহজ কঠিন জীবন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
