প্রচ্ছদ / প্রচ্ছদ / কঠিন জীবন – আল্ আমিন শাহেদ

কঠিন জীবন – আল্ আমিন শাহেদ

সিএন নিউজ২৪.কম ।

কঠিন জীবন
—- আল্ আমিন শাহেদ
প্রকাশঃ ১৩/০২/২০২০

কঠিন কি ছিল জীবন?
নাকি ছিল ছিল সহজ?
সেই কথাই মনের মাঝে
ওকি দিল এখন।

অভ্যাসটাই হয়নি আমার
সহজ করে দেখার
কঠিন নয়ত কিছু
সহজ ভাবেই দেখার।

একদিন বুঝব আমি
যখন যাবে বেলা
বুঝেও হবে না কাজ
বন্ধ হবে খেলা।

জীবন আর বাস্তবতা
মিলেয়ে যদি চলি
কি করে হবো বিফল
নাহি তাহাই বুঝি।

সহজ কঠিন মিলে মিশে
চলার নামই জীবন
অভ্যাস মোরা করবো সদায়
সহজ কঠিন জীবন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …