মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :-
ময়মনসিংহ ফুলপুর-তারাকান্দার কৃতি সন্তান বায়ান্নর ভাষা সৈনিক মরহুম শামসুল হক চত্বরে হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের শ্রদ্ধাঞ্জলি।
বায়ান্নর ভাষা অান্দোলনে বৃহত্তর ময়মনসিংহের নেতৃত্ব দানকারী এবং টানা পাঁচ বারের সফল সংসদ সদস্য ভাষা সৈনিক মরহুম শামসুল হক। মহান এই নেতার স্মৃতি ধরে রাখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফ আহাম্মেদ (এমপি) ফুলপুর উপজেলায় ভাষা সৈনিক শামসুল হক চত্বরে উনার প্রতিকৃতি স্থাপন করেন।
প্রতিকৃতি গুলো রাস্তার পাশে হওয়াতে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার এবং ধূলো-বালিতে ছেয়ে গেছে। মাতৃভাষা দিবসে বীরত্বের এই মহা নায়কের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকেই সকালে প্রতিকৃতির বেঁদি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুষ্পস্তবক অর্পণ করে হেলডস্ ওপেন স্কাউট গ্রুপ। এই প্রসঙ্গে জানতে চাইলে হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক বলেন, ” ভাষা সৈনিক শামসুল হক ফুলপুর বাসির গর্ব, তাঁর প্রতি সম্মানবোধ ও ভালোবাসা থেকেই অামরা শহীদ দিবসে উনার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছি।”
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

২ মন্তব্য
Pingback: โบลเวอร์ kruger
Pingback: crypto news