নিজস্ব প্রতিবেদকঃঃ
নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব স্কাউটস দিবস পালিত হয়েছে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষ্যে শনিবার (২২ শে ফেব্রুয়ারি) ইবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ দিবস উপলক্ষ্যে সকালে ইবি রোভার স্কাউট ডেন থেকে র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কাউট ডেনে এসে শেষ হয়। পরে স্কাউট ডেনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটস গ্রুপের ইউনিট কাউন্সিলের সভাপতি মোঃ আখতার হোসেন আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইবি রোভার স্কাউট এর সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম আবু সালেহ, রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুসা হাশেমীসহ রোভার স্কাউট সদস্যরা।
উল্লেখ্য, বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশ গুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এই দিনে স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: gratowin bonus bez depozytu
Pingback: uspin88
Pingback: clothing manufacturer
Pingback: is lovecasino legit in the UK