নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা।
পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। কারণ সরকার জানে খালেদা জিয়া যদি বাইরে থাকে তাহলে তারা বেশিদিন টিকবে না। প্রধান বিচারপতিকে সরকারের বন্দুকের নলের দিকে না তাকিয়ে দেশের মানুষের দিকে তাকিয়ে, ছাত্র সমাজের দিকে তাকিয়ে সঠিক ও সুষ্ঠু রায়ের মাধ্যমে অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি আশরাফুল লিংকন, হাফিজুর রহমান, পার্থদেব মন্ডল, মোক্তাদির হোসেন তরুণ, সাজিদ হাসান বাবু, বাপ্পি, মোস্তাফিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, শাহনেওয়াজ, তানজিল হাসান, রাজু, করিম, প্রধান রনি, মারুফ রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক, রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমান প্রমূখ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: เว็บพนันออนไลน์เกาหลี
Pingback: 78win
Pingback: รับสร้างบ้านหรู เชียงใหม่
Pingback: บุหรี่ไฟฟ้าส่งด่วน
Pingback: โรงแรมในเมืองเพชรบูรณ์
Pingback: แทงหวย