এমডি শাহিন মজুমদার সিএন নিউজ২৪.কম ।
সৌদি আরবের মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা আল মনোয়ারা ফেরার পথে, গতকাল সোমবার বিকাল ৫ টার দিকে, মদিনা থেকে ৭০ কিঃমিঃ দূরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন বাংলাদেশী নিহত হয়েছেন।
জানা যায় নিহত তিনজন একই পরিবারের সদস্য। নিহতরা হলেন সৌদি প্রবাসী রায়হান তার স্ত্রী ও তাদের এক ভাতিজী। আহতদের মধ্যে নিহত রায়হানের পুত্র ও ইকবাল নামের এক প্রবাসী ব্যাবসায়ী । তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা বলে জানা যায়। মরুভূমির বালু ঝড়ের কারনে তাদের গাড়ি এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা যায়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: Le Bandit Slot
Pingback: ระบบขายของออนไลน์
Pingback: ขายพาเลทพลาสติก
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: ethereum news
Pingback: เสริมจมูกที่จีน