প্রচ্ছদ / প্রচ্ছদ / প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন জবির ৬ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন জবির ৬ শিক্ষার্থী

জবি প্রতিনিধিঃ
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ প্রাপ্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করেন।

কৃতি শিক্ষার্থীবৃন্দ স্বর্ণপদক গ্রহণ করে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. মোস্তফা কামাল।

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ -এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ৬ জন শিক্ষার্থী পদক অর্জন করেন।

লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদে মাইক্রোবায়োলজি বিভাগের মেহেদি হাসান, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের সেলিম হোসেন, কলা অনুষদে ইসলামিক স্টাডিজ বিভাগের মো: ওমর ফারুক, বিজনেস স্টাডিজ অনুষদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শারমিন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজকর্ম বিভাগের উম্মে হাবিবা এবং আইন অনুষদে আইন বিভাগের আলমগীর হোসেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ অর্জন করেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …