নিজস্ব প্রতিবেদকঃঃ
ভারতে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন ও মুসলিমদের হত্যার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
রোববার (১ মার্চ) মৃত্যুঞ্জয়ী মুজিব এর পাদদেশে এ প্রতিবাদী সমাবেশ করা হয়। এসময় ছাত্র নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোয় তার বিরোধিতা করে তার সফর বাতিল করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর কাছে।
ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়নের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ছাত্র মৈত্রীর মানববন্ধনে শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পুর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সভাপতি আব্দুর রউফ, সহ সভাপতি আখতার হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মোরশেদ।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদ ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বরে সমাবেশ করে। এসময় সাধারণ সম্পাদক জি কে সাদিকের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সভাপতি নূরন্নবী সবুজসহ অন্যান্য নেতারা।
এছাড়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রুমান মিয়া।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক বলেন, ভারতের নাগরিকরা তাদের যৌক্তিক কিছু দাবি নিয়ে রাজপথে নেমেছিলো কিন্তু এই বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্দোলনকারীদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে তা আড়াল করতে চাচ্ছে। এই বিজেপি সরকার ২০০৬ সালে গুজরাটে দাঙ্গা বাধিঁয়ে প্রায় ২০ হাজার মানুষ হত্যা করেছিল। এই বিজেপির নেতা অমিত শাহ বাবরি মসজিদের গুরুত্বপূর্ণ নিদর্শন ভাঙচুর চালিয়েছিল। হাইকোর্টের রায়ে সেখানে মন্দির হয়েছিলো কিন্তু এই অমিত শাহর বিচার হয়নি। কারণ এই বিজিবি সরকারের রাজনৈতিকসহ সমস্ত পর্যায়ে সাম্প্রদায়িকতার মত হয়ে গিয়েছে। তাই আমরা চাই সাম্প্রদায়িকতা কে বর্জন করতে। আমরা দেখেছি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে এই সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করা হয়েছে। এটা আমাদের জন্য ঘৃণা এবং ধিক্কারের বিষয়। সারা বাংলার ছাত্রসমাজ ঘোষণা দিয়েছে যেভাবে হোক নরেন্দ্র মোদীকে বাংলাদেশ আসলে প্রতিহত করা হবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে কখনো আসতে দেওয়া হবে না বরং তাকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত থাকবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: best aviator game
Pingback: clothing manufacturer
Pingback: รับเขียน essay
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: สล็อตเว็บตรงแตกง่าย ตอบโจทย์คนไทยมากที่สุด
Pingback: เว็บดูหนังออนไลน์ฟรี 24 ชั่วโมง
Pingback: ร้านขายเครื่องมือช่าง