প্রচ্ছদ / প্রচ্ছদ / দিল্লিতে হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিল্লিতে হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।

ভারতের দিল্লিতে মুসলিমদের উপর চলমান সন্ত্রাসী হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি থেকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে অতিথি করার প্রতিবাদেও স্লোগান দেন শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাস মুখরিত ছিল “বঙ্গবন্ধুর বাংলায় খুনি মোদির ঠাঁই নাই”, “মোদির গদিতে আগুন জ্বালো একসাথে” এমন অসংখ্য স্লোগানে।

আজ রবিবার দুপুর ১.৫০ মিনিটের সময় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে বের হয়ে বাংলাবাজার মোড় প্রদক্ষিণ করে দ্বিতীয় গেট দিয়ে আবারো প্রবেশ করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারপর, মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “দিল্লিতে মুসলমানদের উপর যে সাম্প্রদায়িক হামলা হচ্ছে তা যেন গুজরাটের দাঙ্গার দিকে না যায় সেজন্য আমাদের এখনই সোচ্চার হতে হবে। আর, মুসলমানদের রক্তে যে মোদির হাত রঞ্জিত সেই মোদিকে কোনোভাবেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আসতে দেয়া হবে না। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার ব্যক্তি ছিলেন। তার জন্মশতবার্ষিকীতে মোদির মতো সাম্প্রতিক লোককে আনা হলে সেটা হবে বঙ্গবন্ধুর আদর্শের অপমান।”

নরেন্দ্র মোদি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে প্রতিহত করতে ছাত্রজনতা রাজপথে নামবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৬ মন্তব্য

  1. Pingback: Sweet Bonanza Live Wins

  2. Pingback: Giffarine

  3. Pingback: aidash.kz

  4. Pingback: https://joycasinootzyvy.kz/

  5. Pingback: this post

  6. Pingback: fiscal24.kz