নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অর্থ কমিটির সদস্য মনোনীত হয়েছেন। আগামী ২ বছরের জন্য তাকে মনোনীত করা হয়েছে।
যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেরিত পত্রে এ তথ্য জানা যায়।
মঞ্জুরী কমিশনে গত ০৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত পূর্ণ কমিশনের ১৫৭ তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে এই মনোনয়ন প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের খন্ডকালীন সদস্যের দায়িত্ব পালন করছেন।
তিনি গত ২১ আগষ্ট ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহন করে অদ্যবধি তিনি জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় লেখালেখিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: อุปกรณ์ขนย้าย
Pingback: read more
Pingback: vegasnow casino login
Pingback: checkslip
Pingback: Go X app
Pingback: สินค้ากิฟฟารีน
Pingback: 電子煙
Pingback: Sweet Bonanza online