প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে কমিউনিটি ক্লিনিকে মুজিববর্ষ উপলক্ষে আলোচনাসভা

নাঙ্গলকোটে কমিউনিটি ক্লিনিকে মুজিববর্ষ উপলক্ষে আলোচনাসভা

শামীমুর রহমানঃ

“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে আরেক ধাপ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ কুমিল্লার নাঙ্গলকোটে আতাকরা কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে মুজিব শত বর্ষ উপলক্ষে ক্লিনিক প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আলোচনা সভায় সিএইসসিপি শাহপরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাঙ্গলকোট পৌরসভার প্যানেল মেয়র ও সিজি সভাপতি মোশারফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা-৪ এর পরিচালক এ কে এম ফজলুল হক। এসময় বক্তারা মুজিব বর্ষে স্বাস্হ্য খাতে যেন সর্বাধিক সেবা দিতে পারে সেই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এসময় শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নিয়ে ও আলোচনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কো অপ্ট সদস্য জাকির হোসেন, মোস্তফা মজুমদার, সফিকুর রহমান, আবদুস সোবহান, নয়ন,সবুজ,শাহিন, বেলাল এ ছাড়াও কমিউনিটি গ্রুপের সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য যে, অনুষ্ঠান পর্ব শেষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৫ মন্তব্য