প্রচ্ছদ / প্রচ্ছদ / ” জগৎ” আবদুল্লা আল নোমান মিয়াজী

” জগৎ” আবদুল্লা আল নোমান মিয়াজী

সিএন নিউজ২৪.কম।

সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ বিধান
“অালকুরঅান”

নিয়ম মেনে যে চলিবে
সুখি সে ইহকালে পরকালে

সৃষ্টিকর্তায় করো স্বরন
ধ্যানে মগ্নো হও সর্বক্ষন

পেয়ে যাবে অাত্নার শান্তি
হবে তুমি পরিশুদ্ধি

লোক দেখিয়ে ভালোমানুষি
পাবে না মনে শান্তি

মানব সেবাই বড় ধর্ম
এটাই প্রথম কর্ম

বিশ্ব জগৎতের সৃষ্টিতে একজন
খোদা দয়াময় একমাত্র অাপনজন

দুঃখ কষ্টে সকল কিছু ভুলে
দিয়ে যাও ভালো যা উজার করে

পেয়ে যাবে অলৌকিক অর্জন
সৃষ্টি হবে দেখবে তখন

নামাজ কালাম হাদিস অালকুরঅান
পথ দেখাবে দিবে সন্মান।

অহংকারি পথভ্রষ্টো মিথ্যাবাদী
এরাই হবে জাহান্নামি।

সফলতা ব্যার্থতার মাঝে
খুঁজে নাও তুমি নিজেকে।

নিচের দিকে তাকিয়ে চলো
সুখি হবে অাজন্ম

মঙ্গল সেবায় জগৎ সৃষ্টি
বিবেক করো জাগ্রত
দেখিবে তুমি হইবে উদার
পেয়ে যাবে মূল্যে তার।

জন্মিছো তুমি মৃত্যু তো হবেই
দিন তারিখ লেখা অাগেই।

সৃষ্টি জগৎতের পরিক্ষায়
ভালো নাম্বারের অাশায়
হৃদয় করো পরিশুদ্ধো
পূর্ন করো অর্জন
পাবে ১০০ মার্ক তখন।

হে প্রভূ দাও মোরে শক্তি
ভালোবাসা মমতা দিয়ে
করতে চাই কিছু একটা সৃষ্টি।

ভূল ক্ষমা মার্জনীয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …