প্রচ্ছদ / প্রচ্ছদ / ঢাবিতে রাকিবের জানাজা শেষে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ঢাবিতে রাকিবের জানাজা শেষে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

সিএন নিউজ ডেস্কঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ান বাজারে শিবিরের ক্যাডারদের সশস্ত্র হামলায় নিহত ছাত্রলীগ নেতা রাকিবের জানাজা নামাজ শেষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে বাদ আসর নিহত ছাত্রলীগ নেতা রাকিবের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় জানাজা নামাজে অংশ নেন ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, হলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ঢাবি শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা, ঢাবির হল শাখার নেতাকর্মীসহ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা নিহত ছাত্রলীগ নেতা রাকিবের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এর আগে রোববার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহ বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন ছাত্রলীগের হাবিব, রনি, মনু, রায়হান ও রাকিব। এসময় তাদের উপর অতর্কিত হামলা চালায় শিবির কর্মীরা। এতে রাকিব ও রায়হান গুলিবিদ্ধসহ আহত হন অন্যরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে রাকিবের মৃত্যু হয়।

পরে এ ঘটনায় দায়ের করা মামলার আসামি শিবির ক্যাডার নজরুল ইসলাম ওরফে কানা নজরুলকে (২৫) ধরতে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে অভিযান চালায় পুলিশ। এসময় সশস্ত্র ক্যাডাররা পুলিশের উপর অতর্কিতে হামলা ও গুলি চালায়। এতে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে শিবিরের ক্যাডাররা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

এদিকে ছাত্রলীগের দুই নেতা হত্যার প্রতিবাদে সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিভিন্ন হল ইউনিটের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী-মৌলবাদী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …