মোঃ মিনহাজুল ইসলাম,জবি প্রতিনিধি।
অনেকে কথায় কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকেন; কিন্তু বাস্তবে এটার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান।
তিনি বলেন, শুধু এস এম হলের একটা গম্বুজের সাথে অক্সফোর্ডের গম্বুজের কিছুটা মিল আছে। তাই বলে এটাকে অক্সফোর্ড বলার কিছু নেই। এতটুকু বলা যায় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও পিএইচডি এগিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ইতিহাস বিভাগের ১৫ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.শরীফ উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের কম্পিউটার ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোছাঃ খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস এবং বিভাগীয় অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেয়া হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: official website
Pingback: เว็บพนันออนไลน์ Foxzz
Pingback: Plinko Casino
Pingback: Sweet Bonanza
Pingback: jav
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: sa789