নিজস্ব প্রতিনিধি, সিএন নিউজ২৪.কম ।
কুমিল্লার নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক পৌরসভার অবকাঠামো উন্নয়ন বিষয়ে গতকাল বুধবার পৌরসভা মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় পৌর
মেয়র আবদুল মালেক বলেন, আগামী এক বছরের মধ্যে নাঙ্গলকোট পৌরসভার সকল প্রকার অবকাঠামো উন্নয়ন কাজ শেষ করা হবে। পৌরসভায় ইতিমধ্যে ৭০ কোটি টাকার উন্নয়ন কাজ শেষ পর্যায়ে।
পৌরবাসীর সুবিধার্থে বিশুদ্ধ পানি সরবরাহে ১৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এছাড়া পৌরসভায় ৪০ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। পৌর শিশু পার্ক, পৌর কবরস্থান ও বঙ্গবন্ধু চত্বর এবং লোটাস চত্বরের কাজ এগিয়ে চলছে। আমার মেয়াদে পৌরসভার সকল উন্নয়ন কাজ শেষ করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র সাদেক হোসেন, কাউন্সিলর মহিন উদ্দিন ভূঁইয়া, কাউন্সিলর নিজাম উদ্দিন মজুমদার, কাউন্সিলর মোশারফ হোসেন, পৌর প্রকৌশলী সাইফুর রহমান, প্রকৌশল বিভাগ সহকারী আলমগীর কবির চৌধুরী সোহেল প্রমুখ ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: mk8
Pingback: her comment is here
Pingback: อาหารเสริม
Pingback: กราฟีน