প্রচ্ছদ / প্রচ্ছদ / বালুর নিচ থেকে শিশুর লাশ উদ্ধার

বালুর নিচ থেকে শিশুর লাশ উদ্ধার

অনলাইন ডেস্কঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতু এলাকায় বালুর নিচে পাওয়া গেছে এক শিশুর লাশ। বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে শিশুটির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ধলাই সেতুর নিচে স্থানীয় লোকজন বালুর মধ্যে শিশুর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শিশুটির শরীর গলে গেছে। লাশ দেখে পুলিশের ধারণা, অন্তত সপ্তাহখানেক আগে শিশুটির মৃত্যু হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার বলেন, শিশুটির পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …