মোঃ মিনহাজুল ইসলাম, জবি প্রতিনিধি।
পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের এক ছাত্রীকে শারীরিক ও মানসিক ভাবে লাঞ্চিত করা ঘটনা ঘটেছে। শুক্রবার (০৬ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কলতাবাজার এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলে করে দুই যুবক ওই শিক্ষার্থীর পিছু নিয়ে শারীরিক ও মানসিক হয়রানি করে। পরে ওই শিক্ষার্থীর তৎপরতায় ঘটনার সিসি টিভি ফুটেজও পাওয়া যায়। সিসি টিভি ফুটেজে শিক্ষার্থী লাঞ্চনার প্রমাণ পাওয়া গেছে।
নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী জানান, “সকালে কলতাবাজার সংলগ্ন খান প্লাজার সামনে তিন রাস্তার মোড়ে মোটর সাইকেল আরোহী দুই বখাটের হাতে তিনি নির্যাতনের শিকার হন।”
এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, “উক্ত ঘটনার সিসি টিভি ফুটেজটি আমাদের হাতে এসেছে, দ্রুতই আমরা দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনব।”
এই ঘটনার ব্যাপারে সুত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, “এই ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী মামলা করেছেন। দোষীদের শনাক্তের চেষ্টা চলছে; দ্রুতই গ্রেফতার করতে পারব বলে আশা করছি।”
এ দিকে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় জড়িত বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নসহ বামধারার সংগঠনগুলো।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: เหยี่ยวไล่นก
Pingback: Jammin' Jars Deutschland
Pingback: online bus ticket
Pingback: Giffarine
Pingback: BAUC11
Pingback: ทัวร์แม่ค้าจีน