সিএন নিউজ ডেস্ক :
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যে বাংলাদেশেও এই ভাইরাসের শিকার হয়েছে। তিনজনেরর শরীরে করোনার সংক্রমণ নিশ্চিত করেছে আইইডিসিআর।
তাদের মধ্যে ১ জন নারী ও ২ জন পুরুষ। সম্প্রতি তারা ইতালি ভ্রমণ করেছিলেন।
তবে আইইডিসিআর বলছে, বাংলাদেশে করোনা প্রতিরোধে সার্বিক প্রস্তুতি নেয়া আছে। ২১ জানুয়ারী থেকে বিমানবন্দর, সমুদ্র বন্দর ও সীমান্ত এলাকাসসমুহে স্ক্রিনিং করা হচ্ছে।
এরই মধ্যে ৪ লক্ষ ৯৪ হাজারর ৭০৫ জন মানুষকে স্ক্রিনিং করা হয়েছে। বেসরকারি হাসপাতালে আইসোলেশন নিশ্চিত করতে হবে।
যদিও দ্রুত করোনা ছড়িয়ে পরবে এমন আশঙ্কা করছে না আইইডিসিআর। তবে করোনা শনাক্ত হলে প্রস্তুতি আছে দেশ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: av
Pingback: Hit789 เว็บ แทงหวย 365 ไม่มีวันหยุด
Pingback: prediction market platform
Pingback: https://ruletkaonlaynkazinonarealnyedengi.kz/
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: Sweet Bonanza gra