মোঃ মিনহাজুল ইসলাম, জবি সংবাদদাতা ।
মুজিব শতবর্ষের অনুষ্ঠানে দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে খাওয়ানো হবে মর্মে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে অবমাননাকর আখ্যা দিয়ে তা প্রত্যাখান করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
আজ মুসাদ্দিকুর আকাশ কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিম সাকিব এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, মুজিব শতবর্ষের কর্মসূচীতে ‘দরিদ্র শিক্ষার্থীদের একবেলা খাওয়ানো হবে’ মর্মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ইস্যুকৃত বিজ্ঞপ্তি অবমাননাকর। এ ধরণের বিজ্ঞপ্তির মাধ্যমে গোটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদাহানি করা হয়েছে এবং এ ধরণের চরম ধৃষ্টতামূলক আচরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে হেয় করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি বিশ্ববিদ্যালয়ে কারো একবেলা খাবারের সঙ্কটের কথা ভাবার আগে প্রশাসনের আরো গভীর সমস্যার কথা ভেবে দেখা উচিত ছিল। প্রত্যেক সেমিস্টার ফি, অবৈধ জরিমানা, নামে বেনামে ফি আরোপের চাপ কিভাবে একজন শিক্ষার্থী মেটায় সেটা কি ভেবেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? প্রতি মাসে ঢাকা শহরে আবাসন, খাদ্য ও আনুষঙ্গিক প্রয়োজনে ৭-৮ হাজার টাকা ব্যয় হওয়া নিয়ে ভাবা উচিত ছিল প্রশাসনের।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারের দাম কমানো এবং বর্তমান মূল্যে খাবার বিক্রির পরিবর্তে ২০১৭ সালের সকল সংগঠনের ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকের রূপরেখা অনুযায়ী মূল্য নির্ধারণ করার দাবি জানানো হয়।
বিবৃতিতে সমজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা, প্রশাসনের এ ধরণের অপমানজনক কর্মসূচীর তীব্র নিন্দা জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় আরো দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানান।
উল্লেখ্য যে, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন মুজিববর্ষ উপলক্ষে কিছু দরিদ্র শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে একবেলা বিনামূল্যে খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নেয়। তার প্রতিক্রিয়ায় আজ প্রেস বিজ্ঞপ্তি দেয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: เหยี่ยวไล่นก
Pingback: สโบเบ็ตซีพี SbobetCP แพลตฟอร์มสโบเบ็ตมาตรฐานสากล
Pingback: สล็อตเกาหลี
Pingback: สินค้ากิฟฟารีนทั้งหมด
Pingback: อาหารเสริม
Pingback: sa789