মোঃ ফায়জুল্লাহ সরদার:
বাংলাদেশের ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস! সম্প্রতি সংবাদমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ায় একদিকে আতঙ্ক বেড়েছে সাধারণ মানুষের মধ্যে, আরেকদিকে রাতারাতি মোটাতাজা হয়েছে মাস্ক ব্যবসায়ীদের ব্যবসা। সেদিনও যেই মাস্ক বিক্রি হয়েছে ৩০ টাকায় এখন তা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এতে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ ক্রেতাদের।
যেখানে বিশেষজ্ঞরা বলছেন যে, দেশের তাপমাত্রা ২৩ ডিগ্রী সেলসিয়াসের ওপরে সেই দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বললেই চলে। সেই হিসেবে বাংলাদেশে এটি মহামারী আকার নেয়ার আশঙ্কা নেই বললেই চলে। সেখানে কতিপয় অসাধু ব্যবসায়ী ও কিছু মিডিয়া রংচং লাগিয়ে এটিকে প্রচার করছেন স্বার্থ হাসিলের জন্য।
যেখানে ইবোলা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ছিল ৫০ শতাংশ; সেখানে করোনা ভাইরাস এ আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার মাত্র ২.৫ শতাংশ হওয়া সত্বেও কিছু কিছু মিডিয়া এটিকে প্রাণঘাতী ভাইরাস বলে অভিহিত করে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। করোনা নিয়ে এমন মাতামাতি কে ভালো চোখে দেখছেন না বিশেষজ্ঞরাও। তবে তাদের পরামর্শ সতর্ক থাকতে হবে সবাইকে। ঘর থেকে বাইরে বেরোনোর সময় মাস্ক ব্যবহারের পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। এরই সুযোগ নিয়ে রাজধানীতে শুরু হয়েছে মাস্কের রমরমা ব্যবসা। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।
লেখক: মোঃ ফায়জুল্লাহ সরদার।
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: situs toto
Pingback: отзывы о казино Лев
Pingback: BAUC11
Pingback: Al-Yarmok University College 1