অনিক আহমেদ মনির-
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় পূর্ব পাড়া আপন ভায়েরা ভায়েরাকে খুন করেছে বলে দাবি নিহত পরিবারের। দীর্ঘদিন যাবৎ দুজনের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। প্রায় সময় নিজেদের মধ্যে ভাগ যুদ্ধে লিপ্ত হয়।
গত ৭-০২ -২০২০ তারিখে দুই ভায়েরার মধ্যে ঝগড়া তীব্র আকার ধারন করে, এতে করে মোঃ আমিনুল হক ফুল মিয়া কে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে যখম করে তার ভায়েরা ও ভায়েরার ছেলেরা সহ, তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। দীর্ঘ এক মাস মৃত্যু সাথে লড়াই করে,গত বুধবার রাত ১১ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
নিহতের বড় ছেলের দাবি বাড়ীর চাচাতো ভাই শিমুল ও তার খালু মোস্তফার ছেলেরা বাহির থেকে কিছু দুবৃর্ত্ত এনে এই হত্যা কান্ড ঘঠায়, নিহতর পরিবার আরো জানায় তারা প্রসাশনিক ভাবে টাকার জোর খাটিয়ে জেল থেকে ছাড় পেয়ে যায়।
এখন খুনিরা সবাই পলাতক আছে, পরিবার ও এলাকা বাসীর দাবি খুনিদের যেনো ফাঁসি হয়, এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে যে যেন খুনিদের সবাই কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।
নিহতর বড় ছেলে আরো জানায় যে,খুনিরা ভুয়া সাটিফিকেট বানিয়ে নিজেদের কে আড়াল করার পায়তারা করছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে