প্রচ্ছদ / প্রচ্ছদ / ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে জখম করলেন সহকারী শিক্ষক

৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে জখম করলেন সহকারী শিক্ষক

 

আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অনুমতি না নিয়ে শ্রেণিকক্ষের বাইরে গিয়ে পানি পান করা জন্য যাওয়ায় ১১ বছর বয়সী এক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ডি কে এস কে আদর্শ স্কুল ও কারিগরি কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আসিফ হোসেন (১১) কে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ করেছেন তার মা মোছাঃ রোজিনা খাতুন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলে মোছাঃ রোজিনা খাতুন জানান, আমার ছেলের কিডনির সমস্যার কারণে পানি দিয়ে ঔষধ খাওয়ার জন্য শ্রেণী কক্ষের বাইরে গিয়ে পানি খেলে তাকে কানের নিচে হাতের বাম পাশে ও পিঠে পিটিয়ে জখম করেছেন । তখন আসিফ হোসেনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।’

এ বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন জানান, প্রিন্সিপাল স্যারের অফিসের সামনে মিটিং ছিলো তখন ছেলে পেলে ওখানে ভিড় জমিয়ে ছিলো। ওইটা সামাল দিতে গিয়ে দুইটা বাড়ি লেগেছে। আর বিষয়টি নিয়ে প্রিন্সিপাল স্যার ও আমরা ওই ছাত্রের বাসায় যাবো। আর বিষয়টি নিয়ে আমরা অনুতপ্ত।

এ বিষয়ে ডি কে এস কে আদর্শ স্কুল ও কারিগরি কলেজের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনেছি এবং ছাত্রকে দেখেছি বিষয়টি নিয়ে ছাত্রের অভিভাবকের সাথে কথা বলেছি।

এ বিষয় কামারখন্দ উপজেলার একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল জানান, শুক্রবার ও শনিবার অফিস বন্ধ থাকার কারণে এ বিষয়ে অভিযোগ পাইনি ও কিছু জানি না।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …