মোঃ আব্দুর রহিম বাবলু:-
দৈনিক সময়ের আলো পত্রিকার কুমিল্লাস্থ স্টাফ রিপোর্টার ও কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক সময়ের সাহসী কলম সৈনিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধুরীকে হত্যা চেষ্টাকারি কুমিল্লা মহানগরীর দক্ষিন চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মিয়া বাড়ির মৃত শফিক মিয়ার ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফেন্সি কাশেম ও তার বড় ভাই চোরা নজীরেরকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আজ ১৫ মার্চ কান্দিরপাড় টাউনে হলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
এসময় বক্তারা কুমিল্লার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মহোদয়, জনপ্রতিনিধিদের আহবান করে বলেন এই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিয়ে আইনশৃংখলা নিয়ন্ত্রনে আনার দাবি জানানো হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: vegasnow bonus codes
Pingback: เทปใส
Pingback: รับทำตรายาง