নিজস্ব প্রতিবেদকঃঃ
ত্রৈমাসিক ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা প্রকাশিত হয়েছে। ভাইস চ্যান্সেলর এর অফিসকক্ষে সোমবার বেলা ১১টায় ত্রৈমাসিক ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তার মোড়ক উন্মোচন করেন বার্তার প্রধান পৃষ্ঠপোষক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, পৃষ্ঠপোষক প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, পৃষ্ঠপোষক ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলা বিভাগের সভাপতি ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান এবং সম্পাদনা পর্ষদের সদস্যবৃন্দ। প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, ত্রৈমাসিক ইসলামী বিশ^বিদ্যালয় বার্তাটি বিশ^বিদ্যালয়ের উন্নয়নের স্মারক গ্রন্থ। প্রকাশিত ইসলামী বিশ^বিদ্যালয় বার্তা পড়লে জানা যাবে, ইসলামী বিশ^বিদ্যালয় শিক্ষা, সাংস্কৃতি, গবেষনা, খেলাধুলা ও অবকাঠামোগত উন্নয়নে কতদূর এগিয়ে গেছে। তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্য দিয়ে বিশ^বিদ্যালয়কে পরিচালনা করা। বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, বর্তমান প্রশাসনের দায়িত্ব গ্রহনের পর থেকে ইসলামী বিশ^বিদ্যালয় আজ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাবার পথে অনুপ্রেরনা হিসাবে কাজ করবে ত্রৈমাসিক ইসলামী বিশ^বিদ্যালয় বার্তা। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে ইসলামী বিশ^বিদ্যালয়কে তুলে ধরার জন্য আমরা ত্রৈমাসিক ইসলামী বিশ^বিদ্যালয় বার্তা ইংরেজিতেও প্রকাশ করবো। অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, প্রকাশিত ইসলামী বিশ^বিদ্যালয় বার্তা অনেক সুন্দর হয়েছে। তিনি বলেন, ইসলামী বিশ^বিদ্যালয়ের অগ্রগতির এই দলিল যদি সবার কাছে যায় বর্তমানে ইসলামী বিশ^বিদ্যালয় সম্পর্কে মানুষের ধারণার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন আর বহুগুণ বেড়ে যাবে। ত্রৈমাসিক ইসলামী বিশ্ববিদ্যালয় বার্তা সম্পাদনা পরিষদের সম্পাদক মন্ডলীর সভাপতি ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন সম্পাদনা পর্ষদের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম এছাড়া বার্তা প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারন সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, অতিরিক্ত রেজিস্ট্রার(ভারঃ) ড. মোঃ নওয়াব আলী খান, উপ-পরিচালক মোঃ রেজাউল করীম রেজা, উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান, উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুল হান্নান, উপ-রেজিস্ট্রার মীর মোঃ জিল্লুর রহমান, উপ-রেজিস্ট্রার মোঃ জামাল হোসাইন প্রমুখ। জনসংযোগ অফিসের উপ-পরিচালক ও ত্রৈমাসিক ইসলামী বিশ^বিদ্যালয় বার্তার সম্পাদক ও সদস্য-সচিব মোঃ আতাউল হক প্রকাশনা উৎসব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে