প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানে ইয়াবা পাঁচার কালে ২ জন নারী গ্রেপ্তার।

বান্দরবানে ইয়াবা পাঁচার কালে ২ জন নারী গ্রেপ্তার।

বান্দরবান প্রতিনিধি,

বান্দরবানে অভিযান চালিয়ে ইয়াবা পাঁচারকালে ২ নারীকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, অংমে রাসার মেয়ে হ্লাচিং মে চাকমা (২৭) ও কেউচসিং চাকমার স্ত্রী ইক্যাংচিং তঞ্চঙ্গ্যা (২৮)। তাদের উভয়ের বাড়ি কক্সবারের উখিয়ার মোচাং খোলায়। বুধবার (১৮মার্চ) সকালে প্রেস ব্রিফিং এ বান্দরবান সদর থানা পুলিশ এ তথ্য জানান।

পুলিশ জানায়, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ও এসআই জাহিদুল ইকবাল এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান বাসস্টেশনের পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালায়। সেখানে অভিনব কায়দায় পেন্টের মধ্যে সেলাই করে

বিভিন্ন ধাপে ১৩টি প্যাকেটে ২হাজার ৬শ পিচ ইয়াবা বহন করে নিয়ে যাবার সময় পুলিশ তল্লাশি করে ইয়াবাসহ দুই নারীকে আটক করে।

এসময় বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজা সরওয়ার বলেন, ২হাজার ৬শ পিচ ইয়াবাসহ ২জন নারীকে আটক করা হয়েছে। তারা পেন্টের পকেটে অভিনব কায়দায় সেলাই করে ধাপে ধাপে এ ইয়াবা পাচার করছিল। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …