সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধিঃ
আলীকদমে সেনা জোনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
১৮ মার্চ বুধবার সকাল ৯ টায় আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসে ১২০ জন ছাত্র-ছাত্রীর মেডিকেল চেক-আপ, মেডিকেল ক্যাম্পিং ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মেডিকেল ক্যাম্প পরিচালনায় ছিলেন সিএমএইচ আলীকদম সেনানিবাস আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ক্যাম্টেন সাদমান সিফাত এবং মেডিকেল অফিসার মমতাজ লিজা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের পরিচালক ইয়োংলক মুরুং ও আলীকদম প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হাসান মাহমুদ ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
এসময় কয়েকজন শিক্ষার্থী জানান, আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাস প্রতিষ্ঠান পর হইতে আলীকদম সেনা জোন এবং বান্দরবান রিজিয়ন এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের ভরণ পোষন, শিক্ষা উপকরণ এবং অবকাঠামো নির্মানসহ নানা ভাবে সহযোগীতা করে আসছে।
এই প্রতিষ্ঠানের মাধ্যমে আলীকদম উপজেলায় পিছিয়ে পড়া মুরুং ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। এই অনুদান অব্যহত থাকলে আগামীতে মুরুংরাও আর পিছিয়ে থাকবেনা
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে