সিএন নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ
দেশে পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের (পিপিই) এখনো তেমন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে ডাক্তারদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) নেই, এ বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘চীনে যখন করোনাভাইরাস ধরা পড়েছিল, তখন তাদের কাছেও পিপিই ছিল না। এখনো আমাদের পিপিই অতটা দরকার নেই।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল বলেই ২০ হাজার মানুষকে কোয়ারেন্টিন করেছি।’
‘তিন মাস আগে থেকেই আমরা ল্যাব তৈরির পরিকল্পনা নিয়ে রেখেছিলাম’, যোগ করেন তিনি।
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের জন্য অনেক লিখেছেন, চাপ তৈরি করেছেন। কিন্তু স্কুল বন্ধ দেওয়ার পরে আমরা কী দেখলাম? সবাই বেড়াতে চলে গেল। আপনারা বেড়াতে যাওয়ার বিষয়টি নিয়ে লিখলেন না। স্কুল বন্ধ দেওয়া হয়েছিল ঘরে থাকার জন্য, বেড়াতে যাওয়ার জন্য না।’
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: horny women looking to hookup
Pingback: Go X
Pingback: Book of Ra UK
Pingback: scooter securities lawsuit