মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :-
ময়মনসিংহের ফুলপুরে হোম কোয়ারান্টাইন নিয়ম না মানায় দুবাই প্রবাসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানাযায়, উপজেলার ছনধরা ইউনিয়নের সাং মুন্নাখালির আবু বক্করের ছেলে আব্দুল হান্নান দুবাই প্রবাসী ছিলেন। তিনি গত ১৬ /০৩/২০২০ইং তারিখে দেশে অাসেন। উপজেলা প্রশাসন থেকে তাকে বারবার হোম কোয়ারেন্টাইন এর নির্দেশ দেওয়া হলেও সে তা অমান্য করে। পরে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট সাইফুল ইসলাম তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে তার সংস্পর্শে অাসা বাড়ির অন্য সদস্যদেরও হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেন এবং বাড়িটিকে ‘কোয়ারেন্টাইন বাড়ি’ হিসেবে ঘোষণা করেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: UoBilad Alrafidain
Pingback: รับปริ้น 3d
Pingback: tdee