নিজস্ব প্রতিবেদক
দেশে বর্তমানে মহামারির আকার ধারণ করেছে করোনা ভাইরাস, তার প্রতিরোধে এখনো কনো ওষুধ তৈরি হয় নাই, এই ভাইরাসে সারা বিশ্বে প্রায় ১৮হাজার মানুষের প্রাণ হানী হয়েছে, এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় ১৭০টিরও বেশি দেশে, এই করোনা ভাইরাসে বাংলাদেশে মৃত্যু হয়েছে ৪জনের, এবং আক্রান্ত হয়েছে ৩৫জনেরও বেশি, তাই সারা দেশ রয়েছে এক আতংকের মধ্যে, এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে বলা হয়েছে, ঘরে থাকতে, বাহিরে গুরাপেরা না করতে, যার ফলে বন্ধ রয়েছে দেেশর সকাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ধরনের দোকানপাট, সরকারি ঘোষনা অনুযায়ী সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে লাকসাম ও নাঙ্গলকোটে, তবে খোলা রয়েছে ব্যাংক ফার্মেসি এবং বড় মুদি দোকান গুলো, এবং খুব কম চলাচল করছে গণপরিবহন, তবে যে গুলো চলছে তারা ভাড়া নিচ্ছেন যাত্রীদের থেকে দিগুন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: th39
Pingback: https://krasnoznamenka.kz
Pingback: Dream gummies
Pingback: เว็บตรง สล็อต