সাজেদুর আবেদীন শান্তঃ
বুধবার বিকেলে বগুড়ার সোনাতলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক সংগঠন আলোর প্রদীপ ভ্যান চালক নিম্ন আয়ের মানুষদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও লিফলেট বিতরণ করেছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিপুন আনোয়ার কাজল, বাঙালি বার্তা সম্পাদক ইকবাল কবির লেমন, সাংবাদিক লতিফুল ইসলাম, আলোর প্রদীপের সাবেক চেয়ারম্যান এমএম মেহেরুল, পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মণ্ডল, আলোর প্রদীপের সদস্য বোরহান উদ্দীন হাসিব, বাবলা হোসেন, মেহেদী হাসান, সামিউল সৈকত, রকিবুল হাসান রোকন, ইমরান হোসেন সজিব, রাকিবুল রুশাদ, লেমন মিয়া, আহসান রাকিব, জিলানী, হানিফ, ইমন মিজান ও আশিক।
এদিন ভেলুরপাড়া, বালুয়াহাট, হরিখালী, সোনাতলা সদর ও পৌর এলাকার বড় বাজার, শাহবাজপুর, ফুলবাড়ি ও তেকানী চুকাইনগরে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

১১ মন্তব্য
Pingback: ร้านขายแว่นตา
Pingback: read more
Pingback: скачать Пинко
Pingback: gazimagusa escort
Pingback: Angthong National Marine Park
Pingback: คลินิกความงามใกล้ฉัน
Pingback: advice
Pingback: รับผลิตของพรีเมี่ยม
Pingback: โรงแรมแมว นนทบุรี
Pingback: รับจด อย
Pingback: PeakyCasino casino reviews and guides