প্রচ্ছদ / প্রচ্ছদ / পরিবেশ ও মানবস্বাস্থ্য বিপর্যয়ে জীনগতভাবে পরিবর্তিত শস্যের প্রভাব

পরিবেশ ও মানবস্বাস্থ্য বিপর্যয়ে জীনগতভাবে পরিবর্তিত শস্যের প্রভাব

সিএন নিউজ২৪.কম।

একদল বিশেষজ্ঞদের মতে, জীনগতভাবে পরিবর্তিত জীবসমূহ পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। পৃথিবীর বিপুল সংখ্যক এই জনগণের খাদ্যের চাহিদা মেটাতে জীনগতভাবে পরিবর্তিত শস্যের প্রয়োজনীয়তা অতুলনীয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন শস্য উৎপাদনে ফেলছে বিরুপ প্রতিক্রিয়া। বাড়ছে কীটপতঙ্গ ও রোগজীবাণুর সংখ্যা। এই সমস্যা থেকে উত্তরণের উপায় হিসেবে জীববিজ্ঞানীরা জীনগতভাবে পরিবর্তিত শস্যকে বিবেচনা করেছেন।

এছাড়া এসব শস্য উৎপাদনে কীটনাশক ও উদ্ভিদনাশকের ব্যবহারও নগন্য যা পরিবেশের দূষণ কমাচ্ছে। কারণ হিসেবে তুলে ধরা হয় এদের জলবায়ুর পরিবর্তন সহ্যকারী এবং কীটপতঙ্গ ও রোগজীবাণু প্রতিরোধী ক্ষমতা। কিন্তু বাস্তুবিদগণরা মনে করেন এই ধরনের জীব বাস্তুসংস্থান সংক্রান্ত ক্ষতির কারণ হতে পারে। জীনগতভাবে পরিবর্তিত নতুন জীবগুলো বহিরাগত প্রজাতির উদ্ভব ঘটাতে পারে যা বাস্তুসংস্থানে ভারসাম্যহীনতার সম্ভাবনা তৈরি করে। এটি নতুন ধরনের রোগজীবাণুও তৈরি করতে পারে।

বিপরীতদিকে এ ধরনের শস্য কীটনাশক ও উদ্ভিদনাশকের ব্যবহার কমিয়ে ভূগর্ভস্থ পানির দূষণ কমাতে এবং মাটির গুণগত মান বাড়াতে সাহায্য করে। নতুন জীব সৃষ্টির পাশাপাশি জীব বৈচিত্র্যে প্রভাবও ফেলে এ ধরনের জীব। উদাহরণস্বরূপ পৃথিবীতে কলার বিভিন্ন প্রজাতির থাকলেও বিশ্ববাজারে একমাত্র ক্যাভেন্ডিস কলার চাষ করা হয়।

চিকিৎসকদের মতে মানব স্বাস্থ্যে এ ধরনের শস্যের পার্শ্বপ্রতিক্রিয়া আছে। মানবদেহে জীনগতভাবে পরিবর্তিত শস্য অনেক সময় এলার্জি সমস্যার তৈরি করতে পারে, নতুন রোগের আবির্ভাব দেখা দেয়। এছাড়া জীনগতভাবে পরিবর্তিত শস্য অনেক ক্ষেত্রে মানবদেহে বিষক্রিয়া সহ জন্মগত ত্রুটি তৈরিতেও সক্ষম।

রাজিয়াতুল করিম রাকা
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …