প্রচ্ছদ / প্রচ্ছদ / ব্রেইন স্ট্রোকে জবি শিক্ষার্থীর মৃত্যু

ব্রেইন স্ট্রোকে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি।
ব্রেইন স্ট্রোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। ওই শিক্ষার্থী সাবিত হাসান মাসুম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী।

জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ব্রেইন স্ট্রোকে ইন্তেকাল করেন তিনি। মাসুমের বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ থানার আওরিয়া গ্রামে। পরিবারের তিন ভাই ও বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন মাসুম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাবিত হাসান মাসুম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশন এর শিক্ষার্থী। বর্তমানে মাস্টার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থীর হঠাৎ প্রেসার বেড়ে গিয়ে ব্রেইন স্ট্রোক করে মারা যাওয়ায় পরিবার এলাকায় ও সহপাঠীদের মধ্যে শোক নেমে এসেছে। বিভাগের শিক্ষক -শিক্ষার্থীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

শুক্রবার বাদে আসর জানাযা শেষে তার নিজ এলাকায় দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে নিশ্চিত করেছেন। ###

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …