
এমডি শাহিন মজুমদারঃ-
প্রিয় দেশবাসী,আসসালামু আলাইকুম,
প্রিয় দেশবাসী আপনার জানেন, সারা পৃথিবীতে এক মৃত্যুপুরিতে পরিণত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস এর কারনে। এই ভাইরাসের উৎপত্তি চীন থেকে হলেও আজ এটি সারা বিশ্বে মহামারী রুপ নিয়েছে। এমতাবস্থায় গনতন্ত্রের মা,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়ার পরিবার সহ বিশ্ব বাসীর সকলের রোগমুক্তি ও বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস COVIT-19 এর আক্রমণ থেকে সকলের হেফাজতের জন্য । বিশ্বের পরাশক্তি দেশ গুলো সহ সারা বিশ্ব আজ অসহায় । এই মহামারী ভাইরাস থেকে মুক্তির জন্য আসুন আমরা সম্মিলিতভাবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে দোয়া করি ।
আপনারা এইও জানেন গতকাল জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া ঢাকা গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওনার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করবেন। যাতে আল্লাহ ওনাকে জান্নাত বাসী করেন।
প্রিয় দেশবাসী,প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার দিন নফল রোযা রাখা সুন্নত ও মুস্তাহাব। কারণ, তা ছিল মহানবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের আমল। আর এই দুই দিন আল্লাহ রাব্বুল আ’লামীনের নিকট বান্দার আমল পেশ করা হয়। মা আয়ি’শাহ রাদিয়াল্লাহু আ’নহা বলেন, “আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার দিন রোযা রাখাকে প্রাধান্য দিতেন।”
তিরমিযী, সহীহ, শায়খ আলবানী, সহীহ তারগীবঃ ১০২৭।
অনুরোধক্রমেঃ
আলহাজ্ব আবদুর রহমান
চেয়ারম্যান – আল আমিন গ্রুপ সৌদি আরব, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি । প্রধান উপদেষ্টা সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে