নিজস্ব প্রতিবেদকঃঃ
করোনা প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, হল এবং অফিসসমূহ বন্ধের তারিখ বৃদ্ধি করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি সিদ্ধান্তের আলোকে গত ১৮ মার্চ হতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও হলসমূহ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
পরে ২১ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৪৯(ক) তম জরুরি সিদ্ধান্ত মোতাবেক ২২ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত অফিসসমূহ বন্ধ ঘোষণা করে।
এছাড়াও করোনা প্রতিরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে করোনা প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। এ সেলের আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন এর তত্ত্বাবধানে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী শেখপাড়া, হরিনারায়ণপুরে ফ্রি মাস্ক, জীবাণুনাশ স্প্রে ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: try to play in UK
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: raamdecoratie draaikiep ramen
Pingback: รับปริ้น 3d