নড়াইল প্রতিনিধি।
নড়াইলে স্বপ্নের খোঁজে সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে দেড় শতাধিক ছিন্নমূল শিশুদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় নড়াইল শহরের রুপগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বিয়াম ল্যাবরেটরি স্কুলে এই মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিশুদের লাইনে দাঁড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে কয়েক দফায় মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিন্নমূল শিশুদের মাঝে ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন।
কর্মসূচিতে স্বপ্নের খোঁজে সংগঠনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক মোঃ ইউনুস, নড়াইল জেলা মহিলা আওয়ামী লীগের
যুগ্ম সাধারন সম্পাদক পলি রহমান, স্বপ্নের খোঁজে সংগঠনের সদস্য আহমেদ শাকিল, এস এম শাহ পরান, মিনহাজুজ্জামান পরাগ, মোঃ সোহাগ ফরাজী, মোছাঃ ছাম্মা খাতুন, কে এম রাহাদ নেওয়াজ, সাদাত জালাল পিয়াস প্রমুখ।
উল্লেখ্য যে, স্বপ্নের খোঁজে সংগঠনটি নড়াইল জেলায় বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন জন সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে যথেষ্ট সুনাম অর্জন করেছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে