প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / ঢালুয়া মোগরা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

ঢালুয়া মোগরা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

মোহাম্মদ মাহফুজঃ-

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মোগরা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের অসহায়দের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করে একঝাঁক মেধাবী তরুণ। সংগঠনের সদস্যরা তাদের মাস্ক পরিয়ে দেন এবং তাদের সচেতন করেন।

এই সময় উপস্থিত ছিলেন চট্রগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন মোগরা সমাজ কল্যাণ সংস্থার সদস্য মো মাহফুজ, মো রুবেল, মো ফাহাদ, মো মুরশিদ, মো মোহন, মো লিমন, মো জাহিদ, মো জোবায়ের, মো নয়ন, মো রিফাত প্রমূখ।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …