মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ শহরে ৮০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘শেকড় ৭১’।
বিশ্বব্যাপী করোনা সংক্রমণের প্রভাবে প্রভাবিত বাংলাদেশও। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে সীমিত চলাচল ও সব ধরনের সভা এবং জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে বেকায়দায় পড়েছে দিন মজুর অসহায় মানুষগুলো। দিনে এনে দিন খাওয়া এই মানুষগুলো লকডাউন অবস্থায় কোন কাজ না করতে পারায় আয়-রোজগার বন্ধ হয়ে পড়েছে। অনেকটাই অনিশ্চয়তার মধ্যে দুর্বিষহ অবস্থায় পরিবারের শিশু সদস্যসহ দিনাতিপাত করতে হচ্ছে তাদের।
বাংলাদেশ সরকার ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এমনকি অনেকে ব্যক্তি উদ্যোগে পাশে এসে দাঁড়াচ্ছে এসব মানুষের। যে যেমন পারছেন বাড়িয়ে দিচ্ছেন সহযোগিতার হাত। এরই ধারাবাহিকতায় সেচ্ছাসেবী সংগঠন শেকড় ৭১’র পক্ষ থেকে ময়মনসিংহ শহরের ৮০টি হতদরিদ্র পরিবারের হাতে ২ কেজি চাউল, ১ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৩০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ এবং ১টি সাবান বিতরণ করা হয়েছে। এ সম্পর্কে শেকড় ৭১’র প্রধান নির্বাহী জানান, “আমরা চেষ্টা করেছি প্রকৃত অসহায় মানুষ গুলোকে খোঁজে তাদের হাতে আমাদের এই সামান্য সাহায্য পৌঁছাতে। আমাদের এই কার্যক্রমে বিত্তবান মানুষদের সাড়া পাওয়া যাচ্ছে। সকলের সহযোগিতায় পুনরায় আরও বড় পরিসরে ফুলপুরের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছে আছে।”
বিতরণ কালে নির্বাহী কমিটির বিশেষ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: internet page
Pingback: monitor for gaming hyderabad
Pingback: Go X scooters
Pingback: clothing manufacturer