প্রচ্ছদ / জাতীয় / বান্দরবানে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পাবর্ত্য মন্ত্রী

বান্দরবানে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পাবর্ত্য মন্ত্রী

সংবাদ দাতা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে অসহায় ও হত দরিদ্র ও খে‌টে খাওয়া মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে‌ছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। করোনাভাইরাস পরিস্থি‌তি মোকাবিলায় বান্দরবানে এবার ত্রাণ মন্ত্রণালয় থে‌কে ১৪৭ মেট্রিক টন ও পার্বত্য মন্ত্রণালয় থে‌কে ২০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়ে‌ছে বলে জানিয়ে‌ছেন জেলা প্রশাসক। শনিবার (৪ এ‌প্রিল) সকালে বান্দরবান সুয়ালক ইউনিয়নের একশ’ হতদরিদ্র ও খে‌টে খাওয়া মানু‌ষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হো‌সেন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীরসহ আরও অনেকে। অন্যদিকে বান্দরবানের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থে‌কে অসহায় ও হত দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়ে‌ছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …