সংবাদ দাতা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে অসহায় ও হত দরিদ্র ও খেটে খাওয়া মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বান্দরবানে এবার ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৪৭ মেট্রিক টন ও পার্বত্য মন্ত্রণালয় থেকে ২০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। শনিবার (৪ এপ্রিল) সকালে বান্দরবান সুয়ালক ইউনিয়নের একশ’ হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীরসহ আরও অনেকে। অন্যদিকে বান্দরবানের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৮ মন্তব্য
Pingback: ไข่สั่น
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: Related Site
Pingback: แทงหวย24
Pingback: Villa for Rent in Phuket
Pingback: MSC Achterhoek
Pingback: what do shrooms do to your brain
Pingback: เว็บตรงฝากถอนง่าย