প্রচ্ছদ / জাতীয় / লোহাগড়ার কোটাকোলে কয়েক’শ বাড়ীতে ঊষার আলোর উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

লোহাগড়ার কোটাকোলে কয়েক’শ বাড়ীতে ঊষার আলোর উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

 

নিজস্ব প্রতিনিধি সিএন নিউজ:- 

আজ রবিবার নড়াইলের জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক’শ বাড়ীতে ঊষার আলো সমাজকল্যাণ যুব সংঘ, নড়াইলের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। এ সময় গ্রামের লোকদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করাসহ গ্রামের লোকদের মাঝে সাবান বিতরণ করা হয়েছে।

কয়েক দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল নয়টা হতে স্প্রে ছিটানো শুরু করা হয়। এ সময় লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মধুমতী নদীর চরে সরকারি আশ্রয় কেন্দ্র, তেলকাড়া ও করগাতি গ্রামের দুই শতাধিক বাড়ীতে জীবাণুনাশক স্প্রে ছিটান উপস্থিত সেচ্ছাসেবীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊষার আলোর সদস্য মোঃ তাজমুল সিকদার, ওলিয়ার শেখ, আশিক মল্লিক, হাবিবুর সিকদার, নূরমিয়া শেখ, আলিনুর মোল্লা ও জিলহজ্জ খাঁন প্রমুখ।

উক্ত কর্মসূচি সম্পর্কে ঊষার আলোর লোহাগড়া উপজেলা শাখার নেতা মোঃ তোফায়েল শেখ বলেন, “আমাদের সংগঠনের উদ্যোগে লোহাগড়ার বিভিন্ন জায়গায় আমরা আগ থেকেই স্প্রে করাসহ নানারকম জন সচেতনতামূলক কাজ করে আসছি৷ এসব কাজ আরো বেগবান করা হবে। ইনশাআল্লাহ।”

উল্লেখ্য যে, ঊষার আলো সমাজকল্যাণ যুব সংঘ নড়াইল জেলায় বিভিন্ন সময়ে নানাবিধ সমাজ কল্যাণমূলক ও শিক্ষামূলক কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন জন সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …