মহসিনুর রহমান সজীব:-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার, আদ্রা দক্ষিণ ইউনিয়নে আঠিড়াপাড়া দক্ষিণ পাড়ার শাফায়েত হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।জানা যায় আজ রবিবার বিকাল ৫টার দিকে কয়েক জন ছেলে মাঠে ফুটবল খেলতে যায়, ঐ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে, এবং বজ্রপাত হয়, এতে শাফায়েত নামে যুবকের মৃত্যু হয় ।
শাফায়েত আবদুল আউয়াল এর ছেলে, তারা ভাই বোন ৫জন৷ সে পরিবারের ৪ চতুর্থ সন্তান, তার মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: หวยนาคา
Pingback: נרתיקים לאקדח גלוק
Pingback: essentials fear of god