নিজস্ব প্রতিনিধি:-
স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাজার গোপালপুর সংগঠনের উদ্যোগে গ্রামের গরিব, অসহায় এবং দরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে। আজ সোমবার ঝিনাইদহ সদর উপজেলার ২নং মধুহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামের এসব পরিবারের মাঝে খাদ্যদ্রব্য হিসেবে চাল, ডাল, পিয়াজ, আলু, হুইল পাউডার বিতরণ করে।
এর আগে সংগঠনটি গ্রামের অসহায় মানুষের মাঝে মাক্স, সাবান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
সংগঠনের সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধের সচেতনতার অংশ হিসেবে এই সংগঠনটির পথচলা শুরু হয়েছে। ইতোমধ্যে সংগঠনটি গরিব,অসহায় এবং দরিদ্রদের মাঝে মাক্স, সাবান এবং লিফলেট বিতরণ করেছে। আগামীতে এই ধারা অব্যাহত রেখে বড় পরিসরে জাতীয় স্বার্থে কাজ করবে বলে জানিয়েছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৩ মন্তব্য
Pingback: pg168
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: RELX