প্রচ্ছদ / ঢাকা / নড়াইলের শাহাবাদে কয়েক’শ বাড়ীতে ঊষার আলোর উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

নড়াইলের শাহাবাদে কয়েক’শ বাড়ীতে ঊষার আলোর উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

 

নিজস্ব প্রতিনিধি।

আজ সোমবার নড়াইলের সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক’শ বাড়ীতে ঊষার আলো সমাজকল্যাণ যুব সংঘ, নড়াইলের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।

কয়েক দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজ সকাল দশটায় শাহাবাদ বাজার হতে স্প্রে ছিটানো শুরু করা হয়। এরপর বাড়ী বাড়ী গিয়ে জীবাণুনাশক স্প্রে ছিটান ঊষার আলোর সেচ্ছাসেবীরা। এ সময় গ্রামের লোকদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।

কর্মসূচিতে ঊষার আলোর নেতা ছাব্বির হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য আব্দুল্লাহ, জুয়েল, সিহাব, নাইম, রিয়াদ, আকিবুর।

উক্ত কর্মসূচি সম্পর্কে ঊষার আলোর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাব্বির হোসেন বলেন, “আমাদের সংগঠনের উদ্যোগে নড়াইল জেলার বিভিন্ন জায়গায় আমরা আগ থেকেই স্প্রে করাসহ নানারকম জন সচেতনতামূলক কাজ করে আসছি৷ এসব কাজ আরো বেগবান করা হবে। ইনশাআল্লাহ।”

উল্লেখ্য যে, করোনা ভাইরাস দেশে শনাক্ত হবার পর থেকে ঊষার আলো সমাজকল্যাণ যুব সংঘ সমগ্র নড়াইল জেলায় ব্যাপকভাবে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কর্মসূচি পরিচালনা করে আসছে। এছাড়াও বিভিন্ন জন সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনা করে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …