নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষদের বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছে স্বপ্নীল সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে ৩টি নাম্বার দেয়া হয়েছে। উক্ত নাম্বারে কল করার সাথে সাথেই স্বপ্নীল সংগঠনের সদস্যরা খাবার নিয়ে চলে যাচ্ছে বাসায়।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াব, আগাড়পারা, নামাপারা, টানপারা ও এর আশপাশের এলাকাগুলোকে এই সেবার আওতায় আনা হয়েছে।
এছাড়াও দরিদ্রদের পাশাপাশি মধ্যবিত্তদের জন্যও ত্রাণের ব্যবস্থা করছে স্বপ্নীল সংগঠন।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম বলেন,
“আমাদের সংগঠনের সবাই ছাত্র,। তাদের টিফিনের জমানো টাকা থেকে ত্রানণ বিতরণ করে আসছে এতদিন। মধ্যবিত্তরাও এখন মানবেতর জীবনযাপন করছে। এজন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
সংগঠনটির এই মহৎ কাজে অংশীদার হতে নারায়ণগঞ্জের বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: share like and more
Pingback: it-hosting.kz
Pingback: uaq.ma platform for long-term growth
Pingback: เว็บ บอล ไม่มี ขั้นต่ำ ผ่านทางเข้า LSM99
Pingback: เว็บแทงบอล UFA350
Pingback: เว็บสล็อต