প্রচ্ছদ / খুলনা / নড়াইলের লোহাগড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত: ১

নড়াইলের লোহাগড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত: ১

নিজস্ব প্রতিবেদক।

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারনলী গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়েছেন এক যুবক। আহত যুবক লাহুড়িয়ার এগারনলী গ্রামের মোঃ ইলিয়াস মোল্লার ছেলে মোঃ হাসমত মোল্লা (৩০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এগারনলী গ্রামের মধুমতী নদীর চরের ডোবায় মাছ ধরতে যান হাসমত মোল্লা। তারপর ওই গ্রামের শামছেল মোল্লার দুই ছেলে মিলন ও হাসান এবং ফুলমিয়া মোল্লার দুই ছেলে আরিফ ও রাসেল সহ আরও কয়েকজন মিলে হাসমতকে মাছ ধরতে বাঁধা দেয়। তখন মাছ ধরা নিয়ে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে প্রতিপক্ষরা। তারপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসমত মোল্লার মাথায় রামদার গুরুতর কোপের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, “এ ঘটনায় এখনো আমাদের নিকট কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।”

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …