মিজানুর রহমান সুজন, ময়মনসিংহ প্রতিনিধি :-
ময়মনসিংহের ফুলপুরে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে লকডাউন হয়েছে উপজেলার ৩ নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড। এলাকাবাসী নিজেরা উদ্যোগী হয়ে সেচ্ছায় লকডাউন করেছেন মহল্লাটি। জানাযায়, হেলডস্ ইয়ুথ ফোরাম সেচ্ছাসেবক এবং ৩নং ভাইটকান্দির ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন’র সার্বিক সহযোগিতায় এলাকার প্রধান প্রধান সড়কে বাঁশ বাধা হয়। ফলে এলাকাটির সাথে বিছিন্ন হয়েছে অন্যান্য এলাকার যোগাযোগ ব্যবস্থা। বিভিন্ন স্থানে লাল নিশানা উড়িয়ে অন্য এলাকার লোকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে এলাকার সকল দোকানপাট। সকলে অবস্থান করছেন নিজ নিজ গৃহে। অতী প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ অথবা বের হলেও নিশ্চিত করছেন সামাজিক দূরত্ব।
এলাকাবাসীর এ উদ্যোগে সহযোগিতা করেন হেলডস্ ইয়ুথ সভাপতি তাসফিক হক নাফিও, কমিশনার মাহমুদুল হাসান রাব্বি, রোভার আশিকুল ইসলাম ট্রনিক, ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী সরকার স্বপন, যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম, ডাক্তার মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম বিপুলসহ আরও অনেকেই।
পরে সন্ধ্যা ৭টার সময় এলাকাটি পরিদর্শন করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এই সময় তিনি করোনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার নির্দেশনা দেন এবং এলাকাবাসীর নেওয়া উদ্যোগের প্রশাংসা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য করোনাভাইরাস মোকাবেলায় ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান’র নির্দেশনায় ইতিমধ্যেই বেশ কয়েকটি এলাকা সেচ্ছা লকডাউনের আওতায় এসেছে। অনুমান করা হচ্ছে এই ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই সমস্ত ময়মনসিংহ জেলায় লকডাউন হয়ে যাবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: Le Bandit Slot
Pingback: coconut water
Pingback: Villa for sale in phuket
Pingback: custom suit Bangkok
Pingback: สินค้ากิฟฟารีน
Pingback: Bassetti Bettwäsche 135x200 Onlineshop
Pingback: medium cigars Canada