নিজস্ব প্রতিবেদকঃঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ রাতে অসহায় পরিবারের খাদ্য ও ওষুধ বিতরণ করেছেন।
বুধবার (৮মার্চ) রাতে কুড়িগ্রাম সদর জেলায় তার নিজ ইউনিয়ন ভোগডাঙ্গায় অসহায় এবং দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সবজি ও ঔষধ।
রবিউল ইসলাম পলাশের তত্ত্বাবধানে সামনে পুরো এলাকা জীবাণু নাশক দিয়ে স্প্রে করার পরিকল্পনাসহ জনসচেতনতায় প্রতিনিয়ত কাজ চলছে ভোগডাঙ্গা ইউনিয়নে। প্রত্যেকটি মানুষকে সচেতন করার লক্ষ্য দিনভর কাজ করে চলেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পলাশের নেতৃত্বে ইউনিয়নে করোনা মোকাবেলায় আশার আলো দেখছেন এলাকাবাসী।
এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, করোনার এই সময়ে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সকলে একসাথে আত্ম-মানবতার সেবায় কাজ করলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো। আমাদের সকলের উচিত নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চটা দিয়ে এগিয়ে আসার৷ মহামারীর এই সময়ে আমাদের সকলকে নিয়ম-নীতি মেনে চলাফেরা করতে হবে। সরকার এবং প্রশাসনকে সাহায্য করার দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের সে বিষয়ে সকলকে দৃষ্টি রাখতে হবে। সাধারণ মানুষের সেবায় আগেও কাজ করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: Hit789 เว็บหวยน้องใหม่มาแรง ยอดนิยม
Pingback: bcsauction
Pingback: Real Estate Photography Phuket
Pingback: play