প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / দারিদ্রতায় দিন কাটাচ্ছে নাঙ্গলকোট হেসাখালের আব্দুল আলীম। সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ

দারিদ্রতায় দিন কাটাচ্ছে নাঙ্গলকোট হেসাখালের আব্দুল আলীম। সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ

শামীমুর রহমান, নাঙ্গলকোট

‘করোনা’ নামটি যেমন ছোট, কিন্তু তার প্রভাব বহু বিস্তার, থমকে দিয়েছে দেশ নয় সারা বিশ্বকে। এর বেশী প্রভাব পড়েছে যারা দিনে এনে দিনে খায়, অর্থাৎ দরিদ্র অসহায় মানুষদের।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল( মাহনিয়া) গ্রামের বাসিন্দা আব্দুল আলীম পেশায় একজন দিনমজুর। পরিবারের সদস্য সংখ্যা ৮ জন। পাঁচ মেয়ে এক ছেলে তার। পরিবারের চাহিদা মেটাতে যেমন তিনি হিমশিম খাচ্ছেন, বর্তমানে করোনারভাইরাসের কারনে অবস্থা আরো খারাপ। অসহায় অবহেলায় দিন কাটাচ্ছেন তিনি।

এই সময় আব্দুল আলীম বলেন, এক সপ্তাহ হয়ে গেছে কিভাবে আছি? কেমন আছি? কেউ এখন পর্যন্ত খোঁজখবর নেয় নাই। টিভিতে শুনছি সরকার নাকি আমাদের জন্য খাবার দিছে? কই আমরা তো এখনো পাই না। এই ব্যাপারে ইউপি সদস্য ইউনূস ফরহাদ বলেন, আমি শুনেছি তার ব্যাপারে, তাকে সরকারি সহযোগিতা দিতে আমি কথা বলব।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …