প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / নাঙ্গলকোটে ১ হাজার ৭শত জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

নাঙ্গলকোটে ১ হাজার ৭শত জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

নিজস্ব সংবাদদাতাঃ-

সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংকট পরিস্থিতিতে শনিবার সকালে  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা চত্বরে ১ হাজার ৭ শত জন কৃষকের মাঝে খরিপ-১ মৌসুমের আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। ২০২০-২১ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ আবাদের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়। এ সময় উপজেলার ১৬টি ইউপি ও একটি পৌর সভার মোট ১ হাজার ৭ শত জন কৃষকের মাঝে ৫ বীজ, ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, আর্মির পয়েন্ট অফিসার মহিবুর, ভাইস চেয়ারম্যান আবু ইউছুব ভূঁইয়া ও উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু বলেন, আজকের দিনে  করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত সারা বিশ্ব। বাংলাদেশও রয়েছে অত্যান্ত ঝুঁকিতে। আর এ সক্রামণকে রোধ করার জন্য আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। রমজানকে সামনে রেখে গরীবদের পাশে দাড়াতে হবে। এ সরকার কৃষি বন্ধব সরকার। অনার নিদের্শে এ দূর্য্যোগ মুহুর্তে উপজেলার একটি জায়গাকেও খালি রাখা যাবে না। প্রতিটি জায়গাকে কৃষিকাজের আওতায় আন্তে হবে।

এছাড়াও চেক করুন

নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন

স্টাফ রির্পোটার: কুমিল্লার নাঙ্গলকোট সাংবাদিক সমিতির কমিটি গঠন ৩০ জুন শুক্রবার দিনব্যাপী নাঙ্গলকোট পৌরসভার জাকের …

৮ মন্তব্য

  1. Pingback: go here

  2. Pingback: online game

  3. Pingback: free meet and fuck sites

  4. Pingback: official source

  5. Pingback: checkslip

  6. Pingback: bilad Alrafidain uni

  7. Pingback: jav

  8. Pingback: Huhn